বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সম্প্রচার স্বত্ব পেল টি-স্পোর্টস

ডেইলি স্টার প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৯:০৯

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচারের জন্য মিডিয়া স্বত্ব অর্জন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।


বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। তিনি বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে এই স্বত্ব পেয়েছে দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেলটি।


নেদারল্যান্ডসের বাংলাদেশ সফরকে সামনে রেখে মিডিয়া স্বত্বের জন্য গত ১১ আগস্ট সম্প্রচারক ও মার্কেটিং এজেন্টদের কাছে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছিল বিসিবি।


মিডিয়া প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে— বিশ্বব্যাপী স্যাটেলাইট টিভি (লিনিয়ার) স্বত্ব, শুধু বাংলাদেশের জন্য ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) স্বত্ব ও বিশ্বব্যাপী ডিজিটাল ওটিটি (ওভার দ্য টপ) স্বত্ব।


জানা গেছে, স্বত্বের জন্য ন্যূনতম মূল্য বিসিবি নির্ধারণ করেছিল দুই কোটি টাকা। টি-স্পোর্টস প্রায় কাছাকাছি পরিমাণ দরে তা অর্জন করেছে।


তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। দুই দলের মধ্যে স্রেফ দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও