বিধিমালা জারি: অনুদান-ভাতা তিন ভাগে বণ্টন হবে জুলাই শহীদ পরিবারের মধ্যে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১৫:৪৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের এককালীন অনুদান ও মাসিক ভাতা তিন ভাগে পরিবারের সদস্যদের মধ্যে বণ্টন হবে। স্বামী বা স্ত্রী একভাগ, সন্তান একভাগ এবং বাবা-মা পাবেন আরেক ভাগ। আর্থিক সহায়তা বণ্টনের এমন নিয়ম রেখে ‌‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


সরকারি সহায়তাকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানে অনেক শহীদ পরিবারের স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে সরকার বণ্টনের পদ্ধতি নির্ধারণ করে দিলো।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সহায়তা ঘিরে শহীদ পরিবারের‌ সদস্যদের মধ্যে দেখা দেওয়া দ্বন্দ্ব মেটাতে হয়রান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটা নিয়ে প্রতিনিয়তই বিচার-সালিশ আসছে। শহীদদের উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় সহায়তা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।


এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যার যার ধর্মীয় উত্তরাধিকার আইন মেনে সহায়তার এককালীন অর্থ পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া শুরু করেন। কিন্তু পরিবারের অনেক সদস্য এটা মানছিলেন না। একই সঙ্গে এ বিষয়ে প্রশ্ন ওঠে যে, যেহেতু অনুদান-ভাতার অর্থ উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদ নয়। তবে এটি কেন ধর্মীয় উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টন করা হচ্ছে। এ অবস্থায় মন্ত্রণালয় বিধিমালা করে সহায়তার অর্থ বণ্টন করার পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও