চ্যাট জিপিটির সঙ্গে মিলিয়ে শিশুর নাম ‘চ্যাট ইপিতি’

প্রথম আলো কলম্বিয়া প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১১:৫৮

সময় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির। এর ব্যবহার এখন সর্বত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগকে ‘শ্রদ্ধা’ জানাতে গিয়ে কলম্বিয়ার দম্পতি যে কাজ করেছেন, তাতে আপনার আক্কেলগুড়ুম হওয়ার জোগাড় হবে। তাঁরা তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন ‘চ্যাট ইপিতি’।


শুধু নাম রেখেই এই দম্পতি ক্ষান্ত হননি। জাতীয় নিবন্ধন কার্যালয়ে গিয়ে এই নামেই মেয়ের জন্মনিবন্ধন করিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মা–বাবা তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘চ্যাট ইপিতি বাসতিদাস গেররা’।


এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই সন্তানের জন্য মা–বাবার এমন নাম বেছে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। এমন নামের কারণে মেয়েটিকে ভবিষ্যতে কোন পরিণতির মুখোমুখি হতে পারে, সেটাও অজানা।


যদিও কলম্বিয়ায় এ ধরনের ঘটনা একেবারেই নতুন নয়, বরং দেশটিতে জন্মনিবন্ধনের সরকারি কাগজপত্র ঘাঁটলে এমন উদাহরণ আরও পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও