You have reached your daily news limit

Please log in to continue


‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

অনলাইনে 'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' হিসেবে পরিচিত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এই অবসরপ্রাপ্ত বিচারক 'কট ইন প্রভিডেন্স' অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক মাধ্যমে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে তার দীর্ঘদিনের লড়াই শেষ হয়েছে।

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিচারের সময় 'দয়া ও সহানুভূতি' দেখানোর জন্য জনপ্রিয় ছিলেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন। তার এজলাসে ধারণ করা 'কট ইন প্রভিডেন্স' অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠত। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশিবার দেখা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ছোট ছোট ভিডিওতে দেখা যেত, তিনি আদালতে আসা মানুষদের দুঃখের কথা মন দিয়ে শুনছেন। প্রায়ই তিনি শিশুদের বিচারকের আসনে ডেকে নিতেন তাদের মা-বাবার বিচার করতে।

তিনি বলতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের প্রায় ৯০ শতাংশ আমেরিকান স্বাস্থ্যসেবা, উচ্ছেদ বা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো বিষয়ে আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন