
ডিমের ডজন এখন ১৫০ টাকা, বেশিরভাগ সবজির দামও চড়া
রাজধানী ঢাকার খুচরা বাজারে এখন এক হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, আড়তেই ডিমের দাম বেশি। তাই তাঁদের বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে।
বিভিন্ন সবজির দামও এখন বেশ চড়া। কাঁচাপেঁপে বাদে আর কোনো সবজি ৭০ থেকে ৮০ টাকার নিচে মিলছে না। এ ছাড়া ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজার, জগন্নাথপুর বাজার (বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশপথে) ও জোয়ার সাহারা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেল। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে এখন সবজির উৎপাদন আর সরবরাহ কম। তাই দামও বেড়েছে।
বাজারে প্রতি কেজি পটল ৮০ থেকে ১০০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং শসা, ঝিঙ্গা ও ধুন্দল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের সবজি হিসেবে পরিচিত ফুলকপি ও মুলা বাজারে পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি। একেকটি ফুলকপি ১২০ টাকা এবং প্রতি কেজি মুলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেল।