You have reached your daily news limit

Please log in to continue


জেমিনি জেমস কী? যেভাবে ব্যবহার করবেন

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি–তে দারুণ একটি ফিচার রয়েছে। জেমিনি জেমস নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে কাস্টম চ্যাটবট তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রতিবার নির্দেশনা না লিখেই আপনি নির্দিষ্ট কাজের জন্য আলাদা “জেমস” বানাতে পারবেন।

জেমিনি জেমস কী?

জেমিনি জেমস মূলত গুগল জেমিনির কাস্টম সংস্করণ। এখানে ব্যবহারকারীরা বিশেষ কিছু নির্দেশনা এবং প্রয়োজনীয় নলেজ ফাইল যুক্ত করতে পারেন। ফলে প্রতিবার নতুন করে তথ্য না দিলেও সেই জেম আপনার পূর্বের নির্দেশনার ভিত্তিতেই উত্তর তৈরি করবে।

উদাহরণস্বরূপ, আপনি যদি একটি Marketing Expert Gem বানান, সেখানে আপনার ব্যবসার ব্র্যান্ড গাইডলাইন, টার্গেট অডিয়েন্স এবং স্টাইল গাইড যুক্ত করতে পারেন। এরপর যখনই আপনি সেই জেম ব্যবহার করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে মার্কেটিং–সম্পর্কিত পরামর্শ দেবে। যেমন- ট্রেন্ড বিশ্লেষণ বা নতুন আইডিয়া ব্রেনস্টর্ম করা।

মনে রাখতে হবে, গুগল জেমিনি শব্দটি কেবল চ্যাটবট নয়। পুরো এআই মডেল পরিবারের নাম। এখানে “জেমিনি জেমস” বলতে শুধুমাত্র চ্যাটবটের কাস্টম সংস্করণকে বোঝানো হচ্ছে।

যেভাবে ব্যবহার করবেন জেমিনি জেমস

যারা আগে থেকে কাস্টম GPTs বা Zapier চ্যাটবট ব্যবহার করেছেন, তাদের কাছে জেমস তৈরির প্রক্রিয়াটা অনেকটা পরিচিত লাগবে। তবে কিছু শর্ত রয়েছে-

  • জেম বানাতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
  • জেম আপনি ওয়েব এবং মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারবেন, তবে তৈরি ও এডিট করতে পারবেন কেবল ওয়েব সংস্করণে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন