
গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে ডাচরা
গত মাসেই টি-টোয়ন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে দারুণ বোলিং করেছেন বাস ডে লেডে ও রুলফ ফন ডার মেরওয়া। বরাবরই নেদারল্যান্ডস দলের গুরুত্বপূর্ণ অংশ তারা দুজন। কিন্তু এই দুই অলরাউন্ডারের কেউই আসছেন না বাংলাদেশ সফরে। পাশাপাশি থাকছেন না আগ্রাসী ওপেনার মাইকেল লেভিটও।
বাংলাদেশ ক্রিকেটের চেনা একটি নাম অবশ্য থাকছে নেদারল্যান্ডস দলে। তবে তিনি ক্রিকেটার নন। ডাচদের প্রধান কোচ হয়ে আসছেন রায়ান কুক, যিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ। ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলে কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
২০২২ সালে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে ডাচদের সঙ্গে কাজ শুরু করেন কুক। পরে তিনিই পান মূল দায়িত্ব। তার কোচিংয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুটি ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। মূল পর্বেও তারা হারায় জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে।
কুকের কোচিংয়েই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কলকাতায় বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারায় ডাচরা।
গত মাসে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে তারা। ২০০৯ আসরে প্রথম খেলার পর টানা দুটি আসরে তারা জায়গা করে নিতে পারেনি। তবে ২০১৪ থেকে এখনও পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে সবকটি বিশ্বকাপে ছিল তাদের সরব উপস্থিতি।
তিন ক্রিকেটারকে না পাওয়ায় অবশ্য বাংলাদেশ সফরে তাদের শক্তি কমে গেলে বেশ কিছুটা। ২৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ডে লেডে এখন কাউন্টি ক্রিকেটে খেলছেন ডারহামের হয়ে। ফন ডার মেরওয়ার না থাকার কারণ জানা যায়নি। ৪০ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার অবশ্য এমনিতেও ম্যাচ বা সিরিজ খেলেন বেছে বেছে। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে ম্যাচ-সেরা হয়েছিলেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ সফর