বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে জেসি

ডেইলি স্টার প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১৮:০৯

বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় থাকবেন সাথিরা জাকির জেসি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন তিনি।


বুধবার ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ার হিসেবে বাংলাদেশের নারী ক্রিকেটে অনেক 'প্রথম' এসেছে সাবেক ক্রিকেটার জেসির কল্যাণে। এবার আরেকটি গৌরবময় অর্জনের মালিক হওয়ার দ্বারপ্রান্তে আছেন তিনি।


বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার্স প্যানেলে আছেন মোট চারজন। জেসি অবশ্য মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না। সিরিজের প্রথম ও শেষ টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।


প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ। শেষ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল ও মোর্শেদ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর।


গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন জেসি। এরপর নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই মূল বিশ্বকাপে আম্পায়ারিং করতে দেখা যাবে তাকে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও