খাগড়াছড়িতে একটি কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা একটার দিকে জেলার পৌরসভার পাশে খাগড়াছড়ি ছড়ার সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ছড়ার পাশে কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে এটি খুলতেই নবজাতকের মরদেহ দেখতে পান তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।