You have reached your daily news limit

Please log in to continue


ভারতে চালু হলো চ্যাটজিপিটির নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশন

ভারতে নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ‘চ্যাটজিপিটি গো’ নামের প্ল্যানটির মাসিক খরচ মাত্র ৪ দশমিক ৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৮ টাকা)। নতুন প্ল্যানটি আগের চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের (প্রায় ২৩ ডলার) তুলনায় অনেক সস্তা।

সম্প্রতি ওপেনএআই তাদের সব সাবস্ক্রিপশন প্ল্যানেই স্থানীয় মুদ্রায় মূল্য নির্ধারণ চালু করেছে। নতুন এই ‘গো’ প্ল্যানের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ইউপিআইভিত্তিক (Unified Payment Interface) পেমেন্ট সুবিধাও, যা ব্যবহারকারীদের জন্য অর্থ প্রদান প্রক্রিয়াকে সহজ করবে।

ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাটজিপিটি প্রধান নিক টারলি জানিয়েছেন, এই নতুন প্ল্যানে ফ্রি টিয়ারের তুলনায় ১০ গুণ বেশি বার্তা পাঠানো, ছবি তৈরি এবং ফাইল আপলোডের সুযোগ থাকবে। তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করা ব্যবহারকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। আমরা প্রথমে ভারতেই গো প্ল্যান চালু করছি এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে ধাপে ধাপে অন্যান্য দেশে এটি চালু করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন