বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অধ্যাপকের চরিত্রে ‘আরে কেহনা ক্যা চাহতে হো’-সংলাপে দর্শক মাতানো অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন।
এনডিটিভি লিখেছে, সোমবার মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে মারা গেছেন এই অভিনেতা, তার বয়স হয়েছিল ৯১ বছর।
পোতদার বার্ধক্যের কারণে শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
১৬ বছর আগে মুক্তি পাওয়া বন্ধুত্বের গল্প নির্ভর ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অচ্যুত পোতদারের ‘আরে কেহনা ক্যা চাহতে হো’-সংলাপটি কেবল মানুষের মুখে মুখে ফিরেছে, তা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মিমে এই সংলাপ ব্যবহার হয়েছে অহরহ।
পোতদার অভিনয়ে আসার আগেও ছিলেন জড়িত ছিলেন অধ্যাপনা পেশায়। এরপর সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন।
এরপর তিনি ইন্ডিয়ান অয়েলে চাকরি শুরু করেন, সেখানে প্রায় ২৫ বছর উচ্চপদে দায়িত্ব পালন করেন।