You have reached your daily news limit

Please log in to continue


কেন্দ্রীয় চুক্তিতে অবনতি বাবর ও রিজওয়ানের, শীর্ষ ক্যাটাগরিতে কেউ নেই

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন দেশটির অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়নি কোনো ক্রিকেটারের।

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম মঙ্গলবার প্রকাশ করেছে পিসিবি। আগামী এক বছরের জন্য মোট ৩০ জনকে রাখা হয়েছে চুক্তিতে। গত ১ জুলাই থেকে যা কার্যকর হিসেবে ধরা হবে।

গত বছরের কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন কেবল বাবর ও রিজওয়ান। কিন্তু দলের চাওয়া পূরণ করতে পারেননি তারা। দুইজনই জায়গা হারিয়েছেন টি-টোয়েন্টি দলে। এবার কেন্দ্রীয় চুক্তিতেও নেমে গেলেন এক ধাপ নিচে।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, ওপেনার সাইম আইয়ুব, পেসার হারিস রউফ, লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান ও লেগ স্পিনার আবরার আহমেদের উন্নতি হয়েছে। ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন তারা।

কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হয়েছে অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান, পেসার হাসান আলি ও পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। তাদের মতো এবারের চুক্তিতে জায়গা পাওয়া নতুন নাম-আহমেদ দানিয়াল, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন