টাইফয়েড নাকি প্যারাটাইফয়েড?

বণিক বার্তা প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১৩:৪৬

শফিক হাসান একজন বেসরকারি চাকরিজীবী। অফিস থেকে বাসার দূরত্ব বেশি হওয়ায় প্রায়ই সকালের নাশতা হোটেল থেকে অফিসে আনিয়ে সারেন। দুপুরের খাবারেও করেন বেশ অবহেলা। অধিকাংশ সময়ই অফিসের কাছের একটি হোটেলে দুপুরের খাবার খান। হোটেলের পরিবেশ খুব স্বাস্থ্যকর না হলেও সময় ও খরচ বাঁচাতে সেখানেই নিয়মিত খান তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। শুরুর দিকে কোষ্ঠকাঠিন্য থাকলেও ইদানীং দেখা দিয়েছে ডায়রিয়া। সারাক্ষণ বমি ভাব ও দুর্বলতা বোধ করায় কাজেও ঠিকমতো মন বসাতে পারছেন না। চিকিৎসকের পরামর্শমতো রক্তের নমুনা পরীক্ষা করিয়ে জানতে পারেন প্যারাটাইফয়েডে আক্রান্ত হয়েছেন তিনি।


টাইফয়েড ও প্যারাটাইফয়েডের পার্থক্য


টাইফয়েড ও প্যারাটাইফয়েড দুটো রোগই পানির মাধ্যমে ছড়ায়। টাইফয়েডের জন্য স্যালমোনেলা টাইফি ও প্যারাটাইফয়েডের জন্য প্যারাটাইফি নামের ব্যাকটেরিয়া দায়ী। সাধারণত অস্বাস্থ্যকর খাবার খাওয়া ও দূষিত পানি পানের মাধ্যমে এ রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। দেখা দেয় জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া ও অন্যান্য উপসর্গ। প্যারাটাইফয়েড ও টাইফয়েডের উপসর্গগত মিল থাকলেও প্যারাটাইফয়েডের স্থায়িত্ব ও জটিলতা টাইফয়েডের তুলনায় কম। টাইফয়েড জটিল আকার ধারণ করলে অনেক সময় খাদ্যনালির ভেতরে রক্তক্ষরণ ও খাদ্যনালি ছিদ্র হয়ে যাওয়ার মতো গুরুতর অবস্থা তৈরি হতে পারে। তবে প্যারাটাইফয়েডে এ ধরনের আশঙ্কা নেই বললেই চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও