
ধীরগতির ওয়াই-ফাই?
ভিডিও দেখার সময় বারবার বাফারিং, ওয়েবপেজ লোড হতে দেরি কিংবা মাঝেমধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া—এসব সমস্যা আজকাল বাসাবাড়িতে প্রায় হরহামেশাই ঘটে থাকে। তবে সবসময় এগুলো ইন্টারনেট কোম্পানির দোষ নাও হতে পারে। অনেক সময় ঘরের কিছু সাধারণ বস্তুও ব্যবহারকারীদের ওয়াই-ফাই সিগন্যালের গতি ও পরিসর কমিয়ে দিতে পারে। তাই সেগুলো সরিয়ে দিলেই বিনা খরচে মিলতে পারে ইন্টারনেটের গতি ও কাভারেজে উল্লেখযোগ্য উন্নতি। এছাড়া একই সঙ্গে এতে রাউটারের কার্যক্ষমতাও বাড়ানো সম্ভব—
প্রতিফলক ও ধাতব বস্তু
ওয়াই-ফাই সংকেত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। সাধারণভাবে দেয়াল বা দরজা এ সংকেত দুর্বল করে দেয়—এ তথ্য অনেকেরই জানা। কিন্তু গবেষণায় দেখা গেছে, ঘরের কিছু সাধারণ জিনিসও এ সংকেতের বড় প্রতিবন্ধক হতে পারে। যেমন বাড়িতে অ্যাকুয়ারিয়াম বা পানির ট্যাংক থাকলে সেগুলোও প্রতিবন্ধকতার কাজ করতে পারে। কারণ পানি রেডিও তরঙ্গের শক্তি শোষণ করে ঘরের অন্য অংশে সিগন্যাল কমিয়ে দেয়। ভারি বৃষ্টির সময়ও সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে।
রাউটারের পাশে বড় আয়না থাকলে এর প্রতিফলন পৃষ্ঠ সংকেতকে ফেরত পাঠায়। এতে নেটওয়ার্কের পরিসর কমে যায়। ধাতব বস্তু একইভাবে সংকেত প্রতিফলন করে এবং তা পেরোতে দেয় না। যদিও ধাতু বিদ্যুতের ভালো পরিবাহক, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের ক্ষেত্রে এটি বাধা তৈরি করে।