'টানেল’ ও ‘হাইব্রিড হফম্যান কিল্ন' ছাড়া সাভারের সব ইটভাটা বন্ধ হচ্ছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১৩:২৪

বায়ুদূষণের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সেপ্টেম্বর মাস থেকে ঢাকার সাভার উপজেলায় 'টানেল’ ও ‘হাইব্রিড হফম্যান কিল্ন' পদ্ধতিতে পরিচালিত ইটভাটা বাদে সব ধরনের ভাটায় ইট পোড়ানো ও ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।


ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।


মন্ত্রণালয় বলছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি ৫ অনুযায়ী সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে। রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা জারি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও