
স্লোগানের ভাষা ও জনরুচির প্রশ্ন
‘একটা দুইটা শিবির ধর, সকাল-বিকাল নাশতা কর।’ একসময় জামায়াত শিবিরবিরোধী দলগুলো এরকম স্লোগান দিতো। বিশেষ করে ছাত্রলীগ। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরে এর ঠিক বিপরীতে গিয়ে আরও ভয়ঙ্কর স্লোগান দেয়া হয়, সেটি হলো: ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’।
রাজনীতির মিছিলে প্রতিপক্ষ নির্মূলে এই ধরনের স্লোগান নতুন কিছু নয়। স্লোগানে স্ল্যাং ব্যবহারও নতুন নয়। কিন্তু সেই স্ল্যাং বা প্রতিপক্ষকে অসম্মানিত করতে গিয়ে সাম্প্রতিক সময়ে এমন কিছু স্লোগান দেয়া হয়েছে, যা স্লোগানদাতাদের শিক্ষা, রুচি, মূল্যবোধ এবং সামগ্রিকভাবে তারা যেসব দলের নেতাকর্মী ও সমর্থক, তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে। বিশেষ করে কিছু অশ্লীল স্লোগান নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এইসব স্লোগান শোনা গেছে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও, যেখানে জ্ঞান-বিজ্ঞান-মুক্তবুদ্ধি এবং উন্নতি সংস্কৃতি চর্চা হওয়ার কথা।
- ট্যাগ:
- মতামত
- স্লোগান
- জাতীয় স্লোগান