
ঢাকা ওয়াসার এক প্রকল্পের ব্যয় বাড়ল ২,৮২৬ কোটি টাকা
ভূ-উপরিস্থ পানি পরিশোধন করে তা সরবরাহের এক প্রকল্পের ব্যয় ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
২০১৪ সালে ‘ঢাকা এনভারনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ নামের এ প্রকল্পে যখন নেওয়া হয়, তখন ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ১৫১ কোটি ৭ লাখ টাকা।
প্রথম সংশোধনে ব্যয় কমিয়ে প্রকল্পের খরচ ধরা হয়েছিল ৮ হাজার ১৪৬ কোটি ৯৯ লাখ টাকা; দ্বিতীয় সংশোধনে তা আরো ৪৬ লাখ টাকা কমানো হয়।
তৃতীয় সংশোধনে এসে এক লাফে ব্যয় বাড়ানো হল ২ হাজার ৮২৬ কোটি ৫৫ লাখ টাকা। তাতে প্রকল্পের মোট ব্যায় বেড়ে ১০ হাজার ৯৭৩ কোটি ৫৪ লাখ টাকা হল।
রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পের ব্যয় বৃদ্ধির এই প্রস্তাব অনুমোদন করা হয়।
সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন।
একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, “ঢাকার ভূগর্ভস্থ পানি তো আস্তে আস্তে নেমে যাচ্ছে। কাজেই আমাদেরকে যে করেই হোক ভূপৃষ্ঠের পানি যেটাকে পরিশোধন করে ব্যবহার করতে হবে। কিন্তু ঢাকার আশপাশে তো পরিশোধ করার শোধনযোগ্য পানি নাই কোনো নদীতে। এটা বোধহয় মেঘনা নদী থেকে, দুই তিনটা জায়গা থেকে পরিশোধনাগার করে ওখান থেকে এগুলো পাইপলাইনে আনার প্রকল্প।”