সাগরে ফের লঘুচাপের আভাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৪

শরতের শুরুতেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবশেষ যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি আজ গুরুত্ব হারিয়েছে। এখন যে লঘুচাপ সৃষ্টির কথা বলা হচ্ছে, সেটারও এমনই প্রভাব পড়তে পারে।


“খুব বেশি বৃষ্টিপাত হওয়া বা তেমন প্রভাব পড়বে না। গেল কয়েকদিনের মতোই থেমে-থেমে বৃষ্টিপাত হতে পারে৷


“তবে ২০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। সেটা ২৫ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টি থাকতে পারে।”


আবহাওয়া অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে সমুদ্রবন্দরগুলো থেকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও