You have reached your daily news limit

Please log in to continue


১৫ বছরের লুটপাটের অর্থ দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত: ছাত্রশিবিরের সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। বিগত ১৫ বছরে যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা দিয়ে চারবার বাজেট ঘোষণা করা যেত। একজন সামান্য সরকারি অফিসের পিয়ন ঢাকায় ২০ তলা অট্টালিকা বানিয়েছে। কৃষকের কষ্টার্জিত টাকায় এসব হয়েছে।

শনিবার কুড়িগ্রামের উলিপুরের মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সব স্কুল ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এ কথাগুলো বলেন।

বিগত সরকারের সংসদ সদস্যদের সমালোচনা করে জাহিদুল ইসলাম আরও বলেন, ‘সংসদ ছিল মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলার জায়গা। কিন্তু সেখানে মমতাজ গান গাইতেন। এমন এমপিও ছিলেন, যিনি স্ক্রিপ্ট লিখে দেওয়ার পরও পড়তে গিয়ে হোঁচট খেতেন। এ ধরনের মানুষই এমপি হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন।’

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, ‘তুমি কোন পরিবারে বা কোন বংশে জন্ম নিয়েছ তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। তাহলেই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন