You have reached your daily news limit

Please log in to continue


জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর দাবি তোলা যাবে না: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে না। আমরা এটি মনে করি। সেই দাবি তুললে দেশে অস্বস্তি বাড়বে, আশঙ্কা বাড়বে। দেশের শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গায় আমাদের সকলকে সচেতন হতে হবে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কিছু বিষয় নিয়ে আমাদের দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। এবি পার্টি মনে করে যেসব বিষয়ে সকল দল একমত রয়েছে, সেসব বিষয় এখনই বাস্তবায়ন করা দরকার। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান, সংসদে নারীদের আসন সম্পর্কে এখনই সবাই একমত হয় তবে সেটি কেন আমরা ২০৩১ সাল পর্যন্ত আটকে রাখব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন