
‘কলিজা খুলে ফেলার’ হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে শোকজ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১১:০৮
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের কলিজা খুলে ফেলার হুমকি এবং নাঙ্গলকোটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগে বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশে আগামী তিন দিনের মধ্যে গফুর ভূঁইয়াকে জবাব দিতে বলা হয়। নোটিশের অনুলিপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ককে প্রদান করা হয়। গফুর ভূঁইয়া ২০০১ সালে কুমিল্লার নাঙ্গলকোট আসন থেকে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য পদে আছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে