You have reached your daily news limit

Please log in to continue


ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে : রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ৯ আগস্ট ঢাবি প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানতেই আজ আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন