
ট্রাম্প–পুতিন বৈঠকে শেষ হাসি কে হাসবেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত ও প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। যুক্তরাষ্ট্রের রাশিয়া সংলগ্ন অঙ্গরাজ্য আলাস্কায় অবস্থিত যৌথ ঘাঁটি এলমেনডর্ফ-রিচার্ডসনে মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি। দুই নেতাই একে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। তবে এর ফলাফল নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা–কল্পনা।
পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, এটি মূলত ‘বোঝা ও শোনা’র বৈঠক, শান্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। তবে ইউক্রেনকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের ছাড়া কোনো শান্তি চুক্তি পুতিনের বিজয়ের সমান।’ বিশ্লেষকদের মতে, সরাসরি ভুক্তভোগী পক্ষকে বাদ দিয়ে যুদ্ধবিরতির চেষ্টা দীর্ঘ মেয়াদে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম।