সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যম ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) প্রযুক্তি বিশ্লেষক ও রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পাউজি এই ফিচারের কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশট থেকে জানা যায়, ব্যবহারকারীরা এতে নিজেদের প্রিয় বই, গেম, সিনেমা, গান, টিভি শোসহ বিভিন্ন বিষয়ের তালিকা তৈরি করতে পারবেন।
এরপর ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পছন্দগুলো তাঁর অনুসারীদের সঙ্গে মিলিয়ে দেখবে কে কোন বিষয়ে আগ্রহী। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো নির্দিষ্ট সিনেমা বা ঘরানাকে ‘পিকস’-এ যোগ করেন, তাহলে ইনস্টাগ্রাম আপনাকে জানাবে কোন বন্ধু সেই একই বিষয়ে আগ্রহী।
স্ক্রিনশটে আরও দেখা গেছে, ব্যবহারকারীর ইনবক্সে ‘নোটস’ অংশে এই ‘পিকস’ ফিচারটি দেখা যাবে এবং ইনবক্সের ওপরের দিকে একটি নতুন আইকন চাপ দিয়ে এটি অ্যাকসেস করা যাবে।