ভারতের জম্মু ও কাশ্মীরের চাশোতি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর দেখা দেওয়া হড়কা অন্তত ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালের দিকে এ হড়কা বানের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
খবর পেয়েই একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। বন্যায় অনেক তীর্থযাত্রী আটকা পড়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। উদ্ধারকারীরা এরই মধ্যে অনেককে উদ্ধারও করেছেন।
এই চাশোতি থেকেই শুরু হয় মচাইল মাতা যাত্রা। হিমালয়ের কোলে কিশতওয়ারের মাতা চন্ডীর মন্ডপে যেতে চাইলে চাশোতি পর্যন্তই সর্বশেষ মোটরগাড়িতে যাওয়া যায়।
কর্মকর্তারা ১২টি মৃতদেহ উদ্ধার করার কথা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করছেন তারা।
“কিশতওয়ারের চাশোতি এলাকায় হড়কা বান আঘাত হেনেছে, এটিই মচাইল মাতা যাত্রার শুরুর স্থান। উদ্ধার অভিযান শুরু হয়েছে,” বলেছেন কিশতওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা।