
প্রচ্ছদ দিয়ে ঝড় তুলেছে টেলর সুইফটের নতুন অ্যালবাম
পপ সংগীতের সুপারস্টার টেলর সুইফট নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল’ প্রকাশ পাবে আগামী ৩ অক্টোবর। অ্যালবামের শিরোনাম গানটিতে অতিথি শিল্পী হিসেবে থাকছেন সাব্রিনা কার্পেন্টার।
এরইমধ্যে প্রকাশ করা হয়েছে অ্যালবামের কাভার ও গান তালিকা। বিশেষ করে প্রচ্ছদগুলোতে টেলরের চোখ ধাঁধানো উপস্থিতি নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের।
বুধবার, ১৩ আগস্ট সুইফটের প্রেমিক ও সুপার বোল চ্যাম্পিয়ন ট্রাভিস কেলসি এবং তার ভাই জেসন কেলসির ‘নিউ হাইটস শো’ পডকাস্টে ও নিজের সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন সুইফট। তার ওয়েবসাইটে ইতিমধ্যেই বিভিন্ন ভ্যারিয়েন্ট বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে গ্লিটার অরেঞ্জ ভিনাইল, ডিলাক্স সিডি ও ক্যাসেট।
সুইফট জানান, অ্যালবামটি তিনি তৈরি করেছেন ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে। এটি প্রেরণা পেয়েছে তার ‘ইরাস ট্যুর’ চলাকালীন জীবনের আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ থেকে। তার ভাষায়, ‘এই অ্যালবামটি আমার জীবনের সবচেয়ে আনন্দময়, বুনো ও নাটকীয় সময় থেকে এসেছে। প্রতিটি গান এই অনুভূতিকে ধারণ করে।’
- ট্যাগ:
- বিনোদন
- নতুন অ্যালবাম
- টেইলর সুইফট