You have reached your daily news limit

Please log in to continue


শারীরিকভাবে অক্ষম কাউকে হজে পাঠানো যাবে না: ধর্ম উপদেষ্টা

শারীরিকভাবে সক্ষম নয়, এমন কাউকে যাতে হজ পালনের জন্য সৌদি আরবে পাঠানো না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে বলে বার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও উমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শারীরিকভাবে সক্ষম না হলে হজে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়, সে কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “গতবার এমন হাজি গেছেন, যে হাজির পা নাই। জামাইরও পা নাই। বউয়েরও পা নাই। কেন আপনি তাকে অনুমোদন দিলেন? সে উমরাহ কীভাবে করবে?”

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “আরেকজনের পায়ের নিচে সিরোসিস। মারাত্মক চর্মরোগ; উঠতে পারে না। এজেন্সির লোকেরা তাকে ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিয়ে তার হজের আরকান-আহকাম ঠিক করেছি।

“একজনকে নিয়ে গেছে, ৮২ বছর বয়স। মানসিক রোগী। এ মানুষটা হজের আগেই হারিয়ে গেছে। আমরা পাই নাই। সবার সঙ্গে কথা বলেছি, কেউ পায় নাই। এর আগে পাহাড়ের উপর এক হাজির কংকাল পাওয়া গেছিল।”

উপদেষ্টা বলেন, “কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন