
বিশ্বের বৃহত্তম টি–রেক্স ডাইনোসরের ফসিলে রক্তনালি আবিষ্কার
প্রথম আলো
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৩৫
প্রায় সাত কোটি বছর আগে পৃথিবীর বৃহত্তম শিকারি প্রাণী হিসেবে বিভিন্ন ডাইনোসর এখানে–সেখানে ঘুরে বেড়াত। তখনকার সব মহাদেশে আধিপত্য বিস্তার করে বিভিন্ন ডাইনোসর। সেই সময় টাইরানোসরাস রেক্স বা টি–রেক্স ও রহস্যময় মেগারাপ্টরের মতো ডাইনোসররা বিশাল দৈত্যে পরিণত হয়েছিল।
ডাইনোসর সম্পর্কে বিভিন্ন তথ্য সাধারণত মাটি থেকে খনন করা সংরক্ষিত হাড় ও দাঁত থেকে জানা যায়। এ জন্য জীবাশ্মবিষয়ক বিভিন্ন গবেষণায় বর্তমানে জীবাশ্মে জৈব অবশেষ খুঁজে বের করেন বিজ্ঞানীরা। দুর্ভাগ্যবশত ডাইনোসরের ডিএনএ এখনো খুঁজে পাওয়া যায়নি। ফলে শুধু মাটির নিচ থেকে সংরক্ষিত হাড় ও দাঁতের শক্ত টিস্যু থেকে তথ্য সংগ্রহ করায় ডাইনোসর সম্পর্কে তথ্য বেশ সীমিত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ডাইনোসর
- ডাইনোসরের বিলুপ্তি