বিএনপির দ্বিতীয় প্রজন্ম চমক দেখাতে চায়

যুগান্তর প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩২

দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের পদচারণা স্পষ্ট হয়ে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে সামনে আসছেন প্রবীণ নেতাদের সন্তানরা। যাদের পিতা একাধিকবার সংসদ-সদস্য ছিলেন, কেউ কেউ ছিলেন মন্ত্রী বা এখনো জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবার পিতার দেখানো পথেই সক্রিয়ভাবে ভোটের মাঠে তাদের সন্তানরা। বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামেও জোরালো ভূমিকা পালন করেছেন তারা। মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছেন। আবার পিতার মতো দায়িত্ব পালন করছেন দলের গুরুত্বপূর্ণ পদে। নিজ এলাকায় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তরুণ এসব নেতা ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।


রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ‘তরুণ ভোটারের সংখ্যা দেশে অনেক বেশি। সে কারণে এখন সব রাজনৈতিক দলই তরুণ প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় তরুণ প্রার্থীকে যদি গ্রহণযোগ্য বা দলের জন্য ডেডিকেটেড হিসাবে সামনে নিয়ে আসা হয় তা খারাপ না। কারণ প্রজন্মকে তো ছাড়তে হবে। নতুনদের তৈরি করতে হবে। তবে হঠাৎ করে পরিবারের কারণে যদি প্রার্থী হয়, সেটা হবে না। দেখতে হবে সমাজ ও নাগরিকের কাছে ব্যক্তিগতভাবে সে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয়। সে যদি ক্লিন ইমেজের, জনপ্রিয় ও দলের জন্য ডেডিকেটেড হয়, তাহলে তো প্রার্র্থী করতে কোনো সমস্যা নেই।’


বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সাইফুর রহমান, কেএম ওবায়দুর রহমান, তরিকুল ইসলামসহ অনেকেই এখন প্রয়াত। জীবিতদের মধ্যেও অধিকাংশই প্রবীণ। তাদের কেউ কেউ রাজনীতি থেকে অবসরও নিয়েছেন। প্রয়াত রাজনীতিবিদদের সন্তানদের অনেকেই এখন দলটির হয়ে রাজনীতি করছেন। আবার বর্ষীয়ান নেতাদের মধ্যে যারা রাজনীতিতে আছেন, তাদের কারও কারও সন্তানও এখন বিএনপির রাজনীতিতে সক্রিয়। বিএনপির দ্বিতীয় প্রজন্মের মধ্যে মনোনয়ন চান-ব্যারিস্টার নওশাদ জমির, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, মাহমুদুর রহমান সুমন, নিপুণ রায় চৌধুরী, ইসরাফিল খসরু, মঞ্জুরুল করিম রনি, সাঈদ আল নোমান, ইশরাক হোসেন, হুম্মাম কাদের চৌধুরীসহ অন্তত অর্ধশত নেতা। যারা এবার নিজ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে কেউ কেউ আবার বিগত নির্বাচনে ধানের শীষের টিকিটও পেয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও