কারখানা চালু ও বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডেইলি স্টার প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১৩:৩৮

গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।


আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রায় ১৫০ থেকে ২০০ শ্রমিক মহাসড়কের বাসন থানা এলাকার ভোগড়া বাইপাস সংলগ্ন ফ্লাইওভারের কাছে অবরোধ কর্মসূচি  শুরু করেন।


গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।'


পুলিশ জানায়, অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটিতে এক হাজার ১০০ শ্রমিক কর্মরত আছেন এবং এটি ওভেন ক্যাটাগরিভুক্ত একটি কারখানা। কারখানাটি বিজিএমইএ-এর সদস্য।


শ্রমিকরা জানান, ফ্যাক্টরি স্থানান্তরজনিত অসন্তোষ ও এ বছরের জুলাই মাসের বেতনের দাবিতে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা কারখানা চালুর দাবিতে আন্দোলন করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও