সাদা পাথর যেভাবে এলো

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১৭:৩২

পাহাড়ি ঝরনার স্বচ্ছ জলে ভেসে থাকা পাথরগুলোর দিকে তাকালে হঠাৎ চোখে পড়ে চকচকে সাদা কিছু। দূর থেকে মনে হয় যেন কেউ নদীর তলদেশে মুক্তার মালা বিছিয়ে রেখেছেন। আসলে এগুলোই সাদা পাথর, যার সৌন্দর্য আর ব্যবহার দুই-ই চমকপ্রদ। প্রকৃতির এই অপার সৃষ্টি আমাদের চোখকে আরাম দেয়, মনকে আনন্দ দেয়।


সাদা পাথর আসলে কী? সাধারণত চুনাপাথর বা লিমস্টোন এবং ডলোমাইট জাতীয় খনিজের উপস্থিতিতেই পাথর সাদা রং ধারণ করে। ভূতাত্ত্বিকভাবে এসব পাথর গঠিত হয় কোটি কোটি বছর আগে, সামুদ্রিক জীবের খোলস, প্রবাল কিংবা অন্যান্য ক্যালসিয়ামসমৃদ্ধ উপাদান জমে জমে শক্ত হয়ে। এদের রং সাদা হয় মূলত ক্যালসিয়ামের উচ্চমাত্রার কারণে, যা আলোর প্রায় সব তরঙ্গ প্রতিফলিত করে। ফলে পাথর দেখতে একেবারেই শুভ্র মনে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে