ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস নেওয়ার জন্য সিঙ্গাপুরের র্যাফেলস মিউজিক কলেজ থেকে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
অগাস্টের ১২ ও ১৩ তারিখে র্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কথা রয়েছে পূজার। এজন্য সিঙ্গাপুরের উদ্দেশে সোমবার দেশ ছাড়ছেন পূজা।
এ ধরনের একটি সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে পূজা গ্লিটজকে বলেন, “এটা একটা আনন্দের বিষয়, আমাদের দেশে সবসময় বিদেশি নাচের চর্চাই হয়ে এসেছে, বিদেশের শিল্পীরা আমাদের নাচ শিখিয়েছেন। ‘তুরঙ্গমী’ প্রতিষ্ঠাতার পর থেকে আমরাই কিন্তু প্রথম যারা আমাদের নাচ বিদেশিদের শেখানোর উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা বিভিন্ন দেশে এই ক্লাস নিয়েছি, পারফর্ম্যান্স করেছি।”