এশিয়া কাপের আর মাসখানেকও বাকি নেই। তবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এখনো পুরোপুরি ফিট নন। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মিউনিখে জুনে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর তিনি ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আসন্ন এশিয়া কাপের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে আরও এক সপ্তাহ এনসিএ-তে থাকতে হবে বলে জানা গেছে।
এনসিএ-তে ফিজিও এবং মেডিকেল টিমের তত্ত্বাবধানে কাজ করছেন সূর্যকুমার। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ছেলেদের এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের আসর। ১০ সেপ্টেম্বর দুবাইতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। ভারতের টিম ম্যানেজমেন্ট আশা করছে টুর্নামেন্টের আগে অধিনায়ক পুরোপুরি সুস্থ হয়ে দলের নেতৃত্ব দিতে পারবেন।
গত সপ্তাহে সূর্যকুমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তাকে ব্যায়াম, দৌড়ানো এবং ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। তিনি লিখেছিলেন, 'যা ভালোবাসি, তা আবার তা করতে আর তর সইছে না।'