ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আগামী সেপ্টেম্বরে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার অনুরূপ পদক্ষেপের পর এই ঘোষণা দিল দেশটি। খবর বিবিসি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই পদক্ষেপটি জাতিসংঘের সাধারণ পরিষদে নেয়া হবে এবং এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর কার্যকর হবে।
তিনি সোমবার বলেন, ‘দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, কষ্ট ও অনাহারের অবসান ঘটানোর জন্য মানবজাতির সেরা আশা।‘
গাজার যুদ্ধ শেষ করার জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে থাকা ইসরায়েল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।