মাথাব্যথা হয়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তবে সব মাথাব্যথা এক রকম নয়। মাঝে মাঝেই মাথার বাম পাশে কিংবা মাথার পেছন দিকটায় ব্যথা করতে পারে। মাথাব্যথার একটা বড় কারণ হলো মাইগ্রেন। মানুষ প্রায়ই মাইগ্রেনের সমস্যায় ভোগে। এটি শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, এটির প্রভাব ব্যক্তির সামাজিক, পারিবারিক ও কর্মক্ষেত্রেও পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে মাইগ্রেনের ব্যথা পুরোপুরি ভালো না হলেও কষ্ট কিছুটা হলেও কমানো যাবে।
লক্ষণ
বেশির ভাগ ক্ষেত্রেই মাইগ্রেনের কোনো পূর্ব লক্ষণ থাকে না। কখনো কখনো হাতে ঝলকানির মতো দেখা যায়।
১. মাথার যেকোনো একপাশে মাঝারি বা তীব্র ধরনের ব্যথা
২. বমি বমি ভাব
৩. দৃষ্টি বিভ্রম
৪. ঘাম
৫. মনোযোগহীনতা
৬. অনেক বেশি গরম বা ঠাণ্ডা লাগা
৭. পেটব্যথা বা ডায়রিয়া