অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থেকে যে বিপদ ডেকে আনছেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ২১:৪৭

আজকের ব্যস্ত জীবনযাপনে পিঠ বা কোমরের ব্যথা একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসা, মোবাইল ব্যবহার বা একই ভঙ্গিতে কাজ করার কারণে মেরুদণ্ড ও পিঠের পেশীতে অতিরিক্ত চাপ পড়ে। একসময় এই সমস্যা মূলত বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ১৮–২৫ বছর বয়সীদের মধ্যেও এর হার দ্রুত বাড়ছে।


অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা শরীরের জন্য মারাত্মক এক বিপদ। একই ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ফলে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে, ঘাড় ও কোমরে ব্যথা দেখা দেয় এবং চোখে চাপ ও দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ে। রক্ত সঞ্চালন ধীর হয়ে যাওয়ায় স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ এমনকি মানসিক চাপও বেড়ে যেতে পারে। নিয়মিত বিরতিতে উঠে হাঁটা, স্ট্রেচিং করা এবং সঠিক ভঙ্গিতে বসা- এসব অভ্যাসই এই বিপদ থেকে রক্ষা পেতে সহায়ক।


চেয়ারে বসার সময় মেরুদণ্ড সোজা রাখুন, হাঁটু ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখুন এবং পা মেঝেতে সমানভাবে রাখুন। পিঠের নিচে ছোট বালিশ ব্যবহার করতে পারেন।


ভুল করেও এভাবে থাকবেন না!


» ভুলভাবে বসা বা দাঁড়ানো
» দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা
» শারীরিক ব্যায়ামের অভাব
» ভারী ওজন তোলা
» হঠাৎ ঝুঁকে কাজ করা


মেঝেতে বসার অভ্যাস


মেঝেতে বসে খাওয়া বা পড়াশোনা শরীরের জন্য উপকারী। পাতলা চাদর ব্যবহার করলে মেরুদণ্ডে চাপ কমে এবং পিঠের পেশী স্বাভাবিকভাবে প্রসারিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও