You have reached your daily news limit

Please log in to continue


কোরিয়ার বিপক্ষে লিড নিয়েও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়া এশিয়া তো বটেই বিশ্ব ফুটবলেরই পরাশক্তি। সেই কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমে গোল করে লিড নিয়েছিল। প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেই হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-৬ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফিদাদের।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দল আট গ্রুপে খেলছে। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। বাংলাদেশ আজ কোরিয়ার বিপক্ষে ড্র করলে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে পারত। কোরিয়ার বিপক্ষে ৫ গোলের ব্যবধানে হারায় এখন বাংলাদেশের তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও গোল ব্যবধান ৫। ফলে সেরা তিন রানার্স আপের মধ্যে থাকা খানিকটা শঙ্কার মধ্যেই পড়েছে। আজ গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ খেলা।

প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছিল শক্তিশালী কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ফুটবলাররা যেন অপেক্ষা করছিলেন কখন শেষ বাঁশি বাজবে।

দ্বিতীয়ার্ধে প্রায় পুরো সময় বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। কোরিয়া ক্রমেই ব্যবধান বড় করেছে। ৬১ মিনিটে আরেকটি সংঘবদ্ধ আক্রমণে অধিনায়ক চো হেং আগুয়ান গোলরক্ষক স্বর্ণাকে পরাস্ত করে গোল করেন। দ্বিতীয় গোলটিও বাংলাদেশ এভাবে হজম করেছিল। বৃটিশ কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্স থিউরি আজ মুখ থুবড়ে পড়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই তত্ত্ব কার্যকর নয়। সেটা কোরিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে এক সঙ্গে দুই খেলোয়াড় বদলেও খেলার পরিস্থিতি আর বদল করতে পারেনিন বাটলার

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন