রাশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

যুগান্তর রাশিয়া প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪১

ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো রাশিয়ায়। কেঁপে উঠল দেশটির কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। 


শনিবার কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।


ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।


এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও