শিক্ষার্থীদের শেখার অভ্যাস আরও অনুসন্ধানমূলক ও ব্যক্তিকেন্দ্রিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘গাইডেড লার্নিং’ সুবিধা চালু করেছে গুগল। গুগলের শিক্ষা ও গবেষণাভিত্তিক ভাষা মডেল লার্নএলএমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সুবিধাটি। গুগলের তথ্যমতে, গাইডেড লার্নিং শিক্ষার্থীদের চিন্তা করতে উদ্বুদ্ধ করার পাশাপাশি যেকোনো বিষয় বোঝাতে ধাপে ধাপে ব্যাখ্যা দিতে পারে। এমনকি ব্যবহারকারীদের শেখার ধরন বুঝে তথ্যও উপস্থাপন করে।
গুগল জানিয়েছে, গাইডেড লার্নিং সুবিধা এমন প্রশ্ন উপস্থাপন করে যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণমূলক চিন্তার বিকাশ ঘটে। এতে ছবি, ডায়াগ্রাম, কুইজ ও ভিডিওর সমন্বয়ে শেখার বিষয়গুলোকে আরও সহজবোধ্য ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। গাইডেড লার্নিং এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও বন্ধুসুলভ পরিবেশে যেকোনো প্রশ্ন করতে পারে। এর ফলে শিক্ষার্থীরা যেসব প্রশ্ন শ্রেণিকক্ষে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করে, সেসব প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায়।