ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিলের জন্মদিন আজ। ১৯৮২ সালের আজকের এই দিনে কেরালায় জন্ম তাঁর। মালয়ালম থেকে তামিল, তেলেগু সিনেমায় তিনি শুধু দর্শকপ্রিয়তা অর্জন করেননি, বরং অভিনয়ের আলাদা এক জগৎ তৈরি করেছেন। অনেক চলচ্চিত্র সমালোচকের ভাষ্যে, ফাসিল ভারতের সেই অভিনেতাদের একজন, যাঁরা কেবল চোখ দিয়েই অভিনয় করতে পারেন। তাঁর নীরব চাহনি সংলাপ থেকেও শক্তিশালী। কয়েক বছর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে কথা বলেছিলেন এই অভিনেতা। জন্মদিনে জেনে নেওয়া যাক জীবন নিয়ে কী ভাবেন ফাহাদ ফাসিল।
ভাগ্যে প্রচণ্ড বিশ্বাসী ফাহাদ ফাসিল। এই অভিনেতা মনে করেন, তাঁর জীবনে যা কিছু ঘটেছে, সবই ভাগ্যের লিখন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ভাগ্যের লিখনে আমি বিশ্বাসী, না হলে কীভাবে বোঝাব—খ্যাতিমান মা–বাবার সন্তান হয়েও প্রথম ছবিতে ব্যর্থতা, তারপর অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে দর্শন পড়া, অভিনয় না করার ইচ্ছা নিয়ে দেশে ফিরেও দর্শকের এমন ভালোবাসা!’