
ছাত্রলীগের ‘গোপন বৈঠক’: মেজর সাদিকুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৪
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে গত ৮ জুলাই আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের 'গোপন বৈঠকের' অভিযোগে দায়ের করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।
আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এর আগে, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস থেকে জাফরিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
একই বৈঠকে জড়িত থাকার অভিযোগে জাফরিনের স্বামী মেজর সাদিকুল হক বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ২৭ জনকে আটক করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রিমান্ড মঞ্জুর