You have reached your daily news limit

Please log in to continue


‘তেল ছাড়া পরোটা’: আপসহীন বনাম তোষামোদকারীর সংঘাত, জিতবে কে?

সুবিধাবাদী ও ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা দেখাবে নাটক ‘তেল ছাড়া পরোটা’।

কচি খন্দকার রচনা ও পরিচালনায় একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে এই ধারাবাহিক।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা ও মিলি বাসারসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির তোষামোদের বিকল্প নেই।

অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন