ক্রিকেটকে বাণিজ্যিকীকরণ করে ফেলার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো বছরের অনেকটা সময় কেড়ে নিচ্ছে। বিশ্বজুড়ে এর ব্যাপ্তি এতটাই বেড়ে গেছে যে, ক্রিকেট–সংশ্লিষ্ট প্রায় সবাই এই লিগগুলোর দিকে ঝুঁকে পড়ছে।
কিন্তু কোন লিগ সবচেয়ে বেশি জমজমাট আর বিনোদনে ভরপুর? ক্রিকেটের তথ্য–উপাত্ত, পরিসংখ্যান ও বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান ক্রিকভিজের সহায়তা নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্রিকেট মাঠে এখন শুধু ছক্কা-চার আর উত্তেজনা। আইপিএল, পিএসএল, এসএ২০, বিগ ব্যাশ, সিপিএল, আইএলটি২০, বিপিএল—একেকটি ফ্র্যাঞ্চাইজি লিগ যেন ক্রিকেটপ্রেমীদের জন্য এক মহাবিনোদনের প্যাকেজ। এসবের সঙ্গে যুক্ত হয়েছে আরও ছোট পরিসরের (১০০ বলের) টুর্নামেন্ট দ্য হানড্রেড। সেরা লিগ বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রিকভিজ ও বিবিসি কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড ব্যবহার করেছে।
প্রত্যাশিতভাবেই র্যাঙ্কিংয়ের দিক থেকে সবার ওপরে আছে বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। বাংলাদেশের শীর্ষ টি–টোয়েন্টি লিগ বিপিএলকে আইপিএলের পরেই বিশ্বের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় রূপ দিতে অতীতে এ দেশের ক্রিকেট–সংশ্লিষ্ট নানাজন নানা রকম কথা বলেছেন। কিন্তু সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি। এই তালিকার শীর্ষ সাতেও নেই বিপিএল।