
গণঅভ্যুত্থানের এক বছর : বিশ্লেষকদের চোখে ‘সফলতা-ব্যর্থতা’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তার প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। এর আগে জুলাইয়ের মাঝামাঝি থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারা দেশে হাসিনার অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সশস্ত্র ক্যাডারদের হামলায় শত শত মানুষ নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।
আজ সেই ঐতিহাসিক ৫ আগস্ট। গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ। শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনায় আসা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই এক বছরে তাদের কাজেকর্মে কতটা সফল হলো, কিংবা কোন কোন জায়গায় ব্যর্থ হলো এবং তাদের মাধ্যমে স্বয়ং গণঅভ্যুত্থান কতটা সফলভাবে রাষ্ট্রের পরিবর্তনে ভূমিকা রাখতে পারল— তার হিসাব কষছেন অনেকে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা এই অস্থায়ী সরকারের নানা দিক নিয়ে আলোচনা-সমালোচনা করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গণঅভ্যুত্থান