আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রসহ ১৬ জানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
অন্য যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবির, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ও তাঁর স্ত্রী তারানা আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, তাঁর স্ত্রী বিপলী রায়, মেয়ে ঈশানি সাধু খান ও নৈঋতা সাধু খান, রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ, তাঁর ছেলে রাফাত রহমান জিতু, ছেলের স্ত্রী শাকিলা খানম কাঁকন ও মেয়ে মালিহা তাসনিম জুঁই, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী সাদিয়া সাবা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।