জিনাত শানু স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, গায়িকা, উপস্থাপিকা। শোবিজের নানা অঙ্গনে কাজ করছেন অনেক বছর ধরে। তবে, কিছুদিন হলো কাজ থেকে দূরে আছেন। কারণ সম্প্রতি তিনি মা হয়েছেন।
স্বাগতা বলেন, সন্তানের জন্ম হয়েছে দেশের বাইরে। ওর ১২ দিন যেদিন হয়, সেদিন দেশে ফিরি। তারপর থেকে দেশেই আছি।
'এখন আমার সময় কাটছে সন্তানের সঙ্গে। জীবনের সেরা সময় পার করছি। ফেলে আসা জীবনে অনেক সুন্দর সময় পার করেছি। কিন্তু এখনকার সময়টা সবচেয়ে সুন্দর।'
সন্তানের নাম রেখেছেন মারইয়াম সর্বজয়া সানু আজাদ। স্বাগতা বলেন, একজন মায়ের কাছে সন্তান অনেক দামি। আমার সারাবেলা কাটছে সর্বজয়ার সঙ্গে। ওর হাসিমুখই আমার সুখ।
