বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলল দিল্লি পুলিশ, প্রতিবাদ মমতার

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১২:২৬

দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশি ভাষা' হিসেবে উল্লেখ করায় তীব্র আপত্তি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে 'কলঙ্কজনক' ও 'অপমানকর' আখ্যা দিয়ে গতকাল রোববার তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ডাক দিয়েছেন।


বিতর্কের শুরু গত ২৯ জুলাই দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে। দিল্লিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিশিয়াল গেস্ট হাউজ বঙ্গভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো ওই চিঠিতে কিছু নথি অনুবাদের জন্য অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, ওই নথিগুলো 'বাংলাদেশি ভাষায়' লেখা।


আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর-এর তদন্তের অংশ হিসেবে এই চিঠিটি পাঠানো হয়।


এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা কলঙ্কজনক, অপমানকর, দেশবিরোধী এবং অসাংবিধানিক কাজ। এটি ভারতের সব বাংলাভাষী মানুষকে অপমান করে। তারা আমাদেরকে হেয় করে (চিঠিতে) এমন ভাষা ব্যবহার করতে পারে না।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও