বর্ষার এই শেষভাগে এসে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে আগামী তিন-চার দিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাতে ঢাকায় ভারি বৃষ্টির পর সোমবার রাজধানীর আকাশ মেঘলা দেখা গেছে। কোথাও-কোথাও হালকা বৃষ্টি ঝরেছে। রাতের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতাও তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোর ৬টা পর্যন্ত গেল গেল ২৪ ঘন্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাকে ভারি বৃষ্টিপাত বলা যায়।