You have reached your daily news limit

Please log in to continue


একটি মাল্টার দাম এখন ১০০ টাকা

ফলের দোকানে থরে থরে সাজানো মাল্টা। মাঝারি আকারের একটি মাল্টা ওজন মেশিনে রাখার পর দেখা গেল ওজন ২৩০ গ্রাম। বিক্রেতা ৪৪০ টাকা কেজি দরে ওজন মেশিনে তথ্য দিলেন। মুহূর্তেই ওজন মেশিনের ছোট পর্দায় ভেসে উঠল ১০০ টাকা। বড়টি সরিয়ে আরেকটু ছোট আকারের মাল্টার ওজন মেশিনে দিতেই দাম উঠল ৮৮ টাকা।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। একটি মাল্টার দাম এখন ১০০ টাকাই। সপ্তাহ দুয়েক আগেও এই একটি মাল্টার দাম পড়ত ৫৮ টাকা। কারণ, তখন প্রতি কেজির দাম ছিল ২৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম।

মাল্টার দাম কেন এভাবে বেড়ে গেল, তা জানতে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভান্ডার বিশ্লেষণ করেছে প্রথম আলো। তাতে দেখা যায়, গত অর্থবছরে প্রতি মাসে গড়ে মাল্টা আমদানি হয়েছে ১ কোটি ৪০ লাখ কেজি করে। তবে জুলাই মাসে মাল্টা আমদানি হয় ২৭ লাখ ৫৭ হাজার কেজি। অর্থাৎ স্বাভাবিক গড় চাহিদার মাত্র ২০ শতাংশ আমদানি হয়েছে। অন্যদিকে আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে ভাষ্য পাওয়া গেছে। তারা বলছেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জ্বরের প্রকোপ বাড়ায় মাল্টার চাহিদা অনেক বেড়েছে। চাহিদা যখন খুবই বাড়তি, সে সময় মাল্টা আমদানি হয়েছে কম। তাতে বাজারে দাম বেড়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন