ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন। তিনি সম্প্রতি রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
গত শুক্রবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বাগ্যুদ্ধে জড়ান ট্রাম্প। এর এক দিন আগে বৃহস্পতিবার ট্রাম্প রাশিয়াকে একটি আলটিমেটাম দেন। যেখানে ট্রাম্প বলেন, যদি ৮ আগস্টের (শুক্রবার) মধ্যে রাশিয়া একটি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে তিনি দেশটির ওপর একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন।
পরদিন গতকাল শনিবার মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্পের আলটিমেটামকে ‘যুদ্ধের দিকে একটি পদক্ষেপ’ বলে বর্ণনা করেন। তিনি লেখেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলটিমেটাম দেওয়ার খেলা খেলছেন।